কুড়িগ্রাম জেলার যেকোন নাগরিক কুড়িগ্রাম সমতির সদস্য হতে পারেন। রেজিস্ট্রেশন করার পর এককালীন ১,০০০/= টাকা জমা দিয়ে কুড়িগ্রাম সমতির সদস্য হতে পারা যাবে।
সদস্য হওয়ার শর্তাবলি:
|
· সদস্য কে অবশ্যই পরিচালনা পর্ষদের মাধ্যমে নিয়োগ–কৃত হতে হবে। · সদস্যদের অবশ্যই সত্য এবং ইসলামের প্রতি আনুগত্য–শীল থাকতে হবে। · সমিতির নির্দিষ্ট ফরম পূরণ করতে হবে এবং উত্তরাধিকার ঠিক করতে হবে। · সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ উল্লেখ করতে হবে। · সমিতির সদস্যদের তাদের সদস্যপদ সর্বনিম্ন তিন বৎসর চালু রাখতে হবে। কিন্তু এই সময়ের মধ্যে যদি কোন সদস্য ব্যক্তিগত ও পারিবারিক দুর্ঘটনা এবং/অথবা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে তার হিসাব পরিচালনা করতে অসমর্থন হন সেক্ষেত্রে পরিচালনা পর্ষদ সর্বদিক বিবেচনা করে তার ব্যাপারে সিদ্ধান্ত নিবে। · কোন সদস্যের মৃত্যু হলে তার সমস্ত আর্থিক হিসাব ঐ সদস্য কর্তৃক নির্ধারিত উত্তরাধিকার কাছে পরিচালনা পর্ষদ বুঝিয়ে দিতে বাধ্য থাকবে। · সদস্যদের কর্তৃক সংগ্রহীত অর্থ বিভিন্ন লাভজনক প্রকল্পে বিনিয়োগ করা হবে। · প্রকল্পের সমস্ত লাভ,ক্ষতি সদস্যদের মূলধনের আনুপাতিক হারে প্রকৃত লাভ,ক্ষতি হিসাবে বন্টিত হবে। · কেউ এর মূলনীতি ভঙ্গ করলে তার বিরুদ্ধে পরিচালনা পর্ষদ এর সিদ্ধান্ত সর্বজন গৃহীত সিদ্ধান্ত বলিয়া বিবেচিত হবে। |


